ফেনীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নৌকা প্রার্থীদের মনোনয়ন দাখিল
- Updated Dec 02 2023
- / 424 Read
নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত ৩৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফেনী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
তিনি জানান, প্রার্থীদের মাঝে ফেনী-১ আসন থেকে ১৪ জন, ফেনী-২ আসন থেকে ১০ জন ও ফেনী-৩ আসন থেকে ১৪ প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর সোমবার ফেনীর ৩টি সংসদীয় আসনে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়ন যাছাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
দাখিলকৃত মনোনয়নের মাঝে ফেনীর ৩টি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ৩ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে ১জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে ৩ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে ১ জন, জাকের পার্টি থেকে ৩ জন, জাতীয় পার্টি থেকে ৩ জন, তৃণমূল বিএনপি থেকে ৩ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে ৪ জন, বাংলাদেশ কংগ্রেস থেকে ৩ জন, খেলাফত আন্দোলন থেকে ১ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মীর বহর নিয়ে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে একসাথে ফেনীর ৩টি সংসদীয় আসনে নৌকার মনোনয়ন জমা দেয়া হয়। এসময় প্রার্থীদের চলার পথে হাজার হাজার নেতাকর্মীর উচ্ছ্বাস ছিলো লক্ষ্যণীয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো ফেনী পৌরসভা থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত পুরো পথ। নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখে ফেনী-১ আসনের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি ও ফেনী-৩ আসনের প্রার্থী আবুল বাশার হাত উঁচু করে দলীয় নেতাকর্মীদের অভিবাদন জানান।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত